৩৩ বছর পর সিরি আ লিগের চ্যাম্পিয়ন হলো নাপোলি
- আপডেট সময় : ০৩:০০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
- / ১৬৬১ বার পড়া হয়েছে
অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান, ৩৩ বছর পর সিরি আ লিগের চ্যাম্পিয়ন হলো নাপোলি। উদিনেসের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের মধ্য দিয়ে শিরোপা নিশ্চিত হয় দলটির। ৩৩ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে পাঁচ ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করলো লুসিয়ানো স্পাল্লেত্তির দল। সবশেষ ১৯৮৯-৯০ মৌসুমে ম্যারাডোনার হাত ধরে লিগ শিরোপা জিতেছিলো নাপোলি।
তিন দশকেরও বেশি সময়ের আক্ষেপ, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো উৎসবে। নাপোলির ম্যারডোনা স্টেডিয়ামে শিরোপা জয়ের এমন আনন্দে না থেকেও যেন ছিলেন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা। এই কিংবদন্তীর মৃত্যুর পর আরেক আনন্দের উপলক্ষ; তার সাবেক ক্লাব নাপোলির ঘরে গেলো সিরি আ লিগের শিরোপা।
আগের ম্যাচেও মঞ্চ ছিল প্রস্তুত। সমর্থকদের ঢল নেমেছিল দিয়েগো আরমান্দো ম্যারাডোন স্টেডিয়ামে, কিন্তু ড্রয়ে সেদিন বিলম্বিত হয় উৎসব। তবে এদিন ড্র হলেও নিশ্চিত হয় শিরোপা। সব শঙ্কা উড়িয়ে শিরোপা উৎসব সারল নেপলসবাসী।
শুরুটা অবশ্য নাপোলির সমর্থকদের জন্য ছিল শঙ্কা জাগানিয়া। ১৩ মিনিটে গোল হজম করে নাপোলি। আরমান্দো স্টেডিয়ামে নেমে আসে নিরবতা।
অবশ্য ৫২ মিনিটে নিরবতা ভাঙ্গে নাপোলি। ওশিমেনের গোলে ম্যাচে ফেরার আনন্দে ফেটে পড়ে গ্যালারি।আপস…
শেষ পর্যন্ত ১-১ সমতায় ম্যাচ শেষ হয়। ৩৩ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে পাঁচ ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করলো নাপোলি।
এতে যেমন শেষ হয় ৩৩ বছরের অপেক্ষা। তেমনি শেষ হয় ম্যারাডোনার রেখে যাওয়া শিরোপা পুনরুদ্ধারের অপেক্ষা। শিরোপা জয়ে বাধভাঙ্গা উল্লাসে মাতোয়ারা নেপলসের মানুষ।