৩৬ বছর পর বিশ্বকাপে কানাডা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
৩৬ বছর পর বিশ্বকাপে কানাডা। জ্যামাইকাকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তারা।
১৯৮৬’র মেক্সিকো বিশ্বকাপের পর আবার কাতার বিশ্বকাপে দেখা যাবে কানাডাকে। ড্র করেলেই নিশ্চিত হবে বিশ্বকাপের টিকিট। এমন ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হয় কানাডা। ২ গোলের লিড নিয়ে বিরতিতে যায় দলটি। বিরতি থেকে ফিরেও প্রতিপক্ষের জালে দুই গোল দিয়েছে তারা। ফলে নিশ্চিত হয় বড় জয় আর বিশ্বকাপের টিকিট। এছাড়া উত্তর আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে হন্ডুরাসকে ১-০ গোলে হারিয়েছে মেক্সিকো। আর পানামাকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।