৩ জেলায় অভিযানে ৬২টি অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
- আপডেট সময় : ০৬:৪৯:২৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা ও সাতক্ষীরায় অভিযানে ৬২টি অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ।
সাতক্ষীরা জেলায় শতাধিক ক্লিনিকে অভিযান চালিয়ে ৪৫টি বন্ধ করে দেয়া হয়েছে। নিবন্ধন না থাকাসহ বিভিন্ন অভিযোগে ৭৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৪৫টির মধ্যে শুধু শহরেই বন্ধ করা হয়েছে ১০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের এই অভিযান পরিচালনা করে।
গাইবান্ধায় ১১টি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় চালানো অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল আলম।
ব্রাহ্মণবাড়িয়া শহরে ৬টি অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে স্বাস্থ্য। এছাড়াও বেশ কিছু বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৭দিনের সময় দিয়ে সতর্ক করা হয়েছে।