বার্সেলোনা ও ম্যান সিটির মধ্যকার ক্লাব চ্যারিটি প্রীতি ম্যাচ ড্র
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
৩-৩ গোলে ড্র হয়েছে বার্সেলোনা ও ম্যান সিটির মধ্যকার ক্লাব চ্যারিটি প্রীতি ম্যাচ। বার্সেলোনার সাবেক গোলকিপার ও কোচ জুয়ান কার্লোসের দুরারোগ্য চিকিৎসার জন্য আয়োজন করা হয়েছিল ম্যাচটি।
ন্যু-ক্যাম্পে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক ছিল দু’দল। তবে, ম্যাচে প্রথম লিড নেয় সফরকারি সিটি। ২১ মিনিটে দলকে এগিয়ে দেন জুলিয়ান আলভারেজ। ৮ মিনিট পরেই আউবামেয়াংয়ের গোলে সমতায় ফেরে বার্সা। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল। ম্যাচের ৬৬ মিনিটে ফ্রেঙ্কি ডি ইয়াংয়ের গোলে এগিয়ে যায় বার্সা। তবে, ৪ মিনিট পরেই কোল পামারের গোলে সমতায় ফেরে সিটিজেনরা। ৭৯ মিনিটে মেমফিস ডিপাইয়ের গোলে আবার এগিয়ে যায় কাতালানরা। ম্যাচের ৯৯ মিনিটে আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মাহারেজের সফল স্পট কিকে সমতায় ফেরে সিটি। সাথে সাথেই শেষ বাঁশি বাজান রেফারি। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল।