৪টি অভিযোগে নিজেকে নির্দোষ দাবি ডোনাল্ড ট্রাম্পের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
- / ১৬২৫ বার পড়া হয়েছে
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে ৪টি অভিযোগ আনা হয়, তাতে নিজেকে নির্দোষ দাবি করেন মার্কিন এই সাবেক প্রেসিডেন্ট।
ওয়াশিংটনের এক আদালতে গতকাল বিকেল ৪ টার পর শুরু হয় শুনানি। শুনানিতে নির্বাচনে হস্তক্ষেপ মামলায় এখন পর্যন্ত দোষী প্রমাণিত হননি ট্রাম্প।তাই পরবর্তী শুনানি ২৮ আগস্ট ধার্য করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলো হল রাষ্ট্রের সঙ্গে প্রতারণা, দাপ্তরিক কাজে বাধা দেয়ার চেষ্টা ও নাগরিক অধিকারের বিপক্ষে ষড়যন্ত্র। এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টায় তিনি নিউজার্সি থেকে ব্যক্তিগত উড়োজাহাজে ওয়াশিংটন আসেন ডোনাল্ড ট্রাম্প।