৪০ পিচ স্বর্ণসহ স্বর্ণপাচারকারীর মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- / ১৭৮৭ বার পড়া হয়েছে
বেনাপোল সীমান্তের ইছামতি নদী থেকে ৪০ পিস স্বর্ণসহ এক স্বর্ণপাচারকারীর মরদেহ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
নিহতের পরিবার জানান, রহিম ও জামাল নামের দুই ব্যক্তি নিহত মশিয়ার রহমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। এক ঘন্টা পর রহিমের ছেলে খবর দেয় মশিয়ার বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেষা ইছামতী নদীতে ডুবে গিয়েছে। বিষয়টি বিজিবিকে জানালে বিজিবি ও বিএসএফ সমন্বয় করে নদীতে খোঁজাখুঁজি করে মরদেহ উদ্ধার করে। শার্শা থানার ওসি মনিরুজ্জামান জানান, স্বর্ণসহ ইছামতী নদী থেকে মশিয়ার রহমান নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।