৪০ লাখ ব্যাটারিচালিত থ্রি হুইলার বন্ধের নির্দেশ হাইকোর্টের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
৪০ লাখ ব্যাটারিচালিত থ্রি হুইলার বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে এ ধরনের গাড়ি আমদানি ও কেনা-বেচায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
অবৈধ ইজিবাইক আমদানি থেকে বিরত থাকতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করা হয়েছে। এর আগে গত ১৩ ডিসেম্বর ‘বাঘ ইকো মোটরস লিমিটেডের’ কাজী জসিমুল ইসলামের পক্ষে হাইকোর্টে এ রিট করা হয়। আবেদনে বলা হয়, ইজিবাইকগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ দেয়া হয়। এছাড়া, ইজিবাইকগুলো রুট পারমিট ছাড়াই রাস্তায় চলাচল করছে।