৪৮ ঘন্টা হরতালের শেষ দিনে রাজধানীতে মিছিল করেছে বিএনপি-জামায়াত
- আপডেট সময় : ০৬:২৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
- / ১৯১৮ বার পড়া হয়েছে
৪৮ ঘন্টা হরতালের সমর্থনে মিছিল করেছে বিএনপি, সমমনা দল এবং জামায়াতে ইসলামী। এ দিন কোন সহিংসতা না হলেও সড়কে আগের তুলনায় যানবাহন চলাচল করেছে। যাত্রী কম থাকায় এবারও ঢাকা থেকে ছাড়েনি দূরপাল্লার বাস। নাশকতা ঠেকাতে তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
বিএনপি জামায়াতের ৪৮ ঘন্টা হরতালের শেষ দিনে রাজধানীতে মিছিল করেছে বিএনপি। এতে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় মিছিল করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নগরীর বিজয়নগর, নয়াপল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ,এলডিপি, গণঅধিকার পরিষদসহ সমমনা দল ও জোট নেতারা।
রাজধানীর উত্তরা, মিরপুর, হাতিরঝিল ,মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামী। হরতালের শেষ দিনে নগরীতে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল ছিলো কিছুটা কম। যাত্রীর অভাবে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ আন্তঃজেলা বাস টামিনাল থেকে ছাড়েনি দুরপাল্লার বাস।
হরতালে নাশকতা এড়াতে নগরীতে শতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী।