৫ দিন পরেই ইলিশ ধরা নিষেধাজ্ঞা প্রত্যাহার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
৫ দিন পরেই ইলিশ ধরা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। সরকারের এই নির্দেশ অমান্য করেইএকশ্রেণির জেলেরা চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মাছ ধরতে নেমেছে।
২৪ ঘন্টায় ইলিশ শিকারের অপরাধে ৩০ জেলেকে আটক করা হয়। তাদের মধ্যে এক জেলেকে এক বছর ও ১৩ জেলেকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। বাকীদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আকতার। এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান।তিনি জানান, ওইসময় সাতটি নৌকা ও ১৭৮ কেজি ইলিশ জব্দ করা হয়। এছাড়া ১ কোটি ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।