৫ বছর পর আবারো চালু হলো সৈয়দপুর রেলওয়ে সেতু কারখানা
- আপডেট সময় : ০৩:৪৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
টানা ৫ বছর বন্ধ থাকার পর আবারো চালু হলো দেশের একমাত্র রেলওয়ে সেতু কারখানা। সদ্য নিয়োগপ্রাপ্ত ১১জন খালাসি আর অস্থায়ী নিয়োগ দেয়া অবসরে যাওয়া ৪ দক্ষ শ্রমিক দিয়েই শুরু হয়েছে উৎপাদন। চলছে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ। সংশ্লষ্টিরা বলছেন, পুরাতন মেশিন মেরামত করে দক্ষ কারিগর তৈরির পাশাপাশি আরো জনবল নিয়োগ দিলে পুরোদমে চালু করা যাবে কারখানা।
দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর আবারো চালু হয়েছে সৈয়দপুর রেলওয়ে সেতু কারখানা। কারখানা সচল করতে নিয়োগ দেয়া হয় ১১ জন খালাসি। তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি উৎপাদন মান বজায় রাখতে অস্থায়ীভাবে নিয়োগ দেয়া হয় অবসরে যাওয়া ৪ দক্ষ শ্রমিককে। কারখানার প্রায় ৫ শতাধিক স্থায়ী ও অস্থায়ী কর্মচারীর স্থলে মাত্র ১৫ জন শ্রমিক দিয়ে আপাতত তৈরী করা হচ্ছে সিসি ক্রাপট। যা দুর্যোগ কালীন সময়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প ব্রীজ নির্মাণে ব্যবহার করা হবে।
৫ বছর পর কারখানা চালু হওয়ায় খুশি শ্রমিকরা। শ্রমিকরা মনে করেন, কারখানাটি পুরোদমে চালু হলে রেলের যে যন্ত্রাংশ এখানে তৈরি করা সম্ভব সেগুলো আর আমদানির করতে হবে-না।
কারখানা বন্ধ হলে স্থানীয় জনপ্রতিনিধিদের চেষ্টা ও গণমাধ্যমে সংবাদ প্রচারের পর কারখানা চালু করতে খালাসি নিয়োগ দেয়া হয়। তবে কর্মচাঞ্চল্য ফেরাতে আরও জনবল নিয়োগ দেয়ার দাবি এই জনপ্রতিনিধির।
নতুন জনবল আর অবসরে যাওয়া কিছু দক্ষ জনবল এনে চালু করা হয়েছে সেতু কারখানা। দীর্ঘদিন বন্ধ থাকায় মেশিন গুলো মেরামত প্রয়োজন। পরে পুরো মাত্রায় উৎপাদনে যাওয়া সম্ভব বলে জানান, সহকারী প্রকৌশলী।