৬ষ্ঠবারের মতো শুরু হতে যাচ্ছে ইনডোর ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
৬ষ্ঠবারের মতো শুরু হতে যাচ্ছে ইনডোর ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট–ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট-২০২২।
৩২টি পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটির ক্রিকেটপ্রেমী শিক্ষার্থীদের অংশগ্রহনে ২৮ মে থেকে পর্দা উঠবে ৬ষ্ঠ আসরের, চলবে ২ জুন পর্যন্ত। টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়গুলো ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিদিন খেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ টাকা। ২ লাখ টাকা পাবে রানারআপ দল। দর্শকদের জন্য থাকছে হেলিকপ্টার রাইডসহ আকর্ষণীয় পুরস্কার। টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে ক্লেমন।