৬ষ্ঠ দিনেও কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে
- আপডেট সময় : ০১:২৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
৬ষ্ঠ দিনেও কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে শত শত পণ্যবাহী যানবাহন। এদিকে, পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
পদ্মা নদীতে নাব্য সংকটে ৬ষ্ঠ দিনের মতো মাদারীপুরের কাঁঠালবাড়ী- শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে করে ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ৩ শত পণ্যবাহী যানবাহন।এদিকে চ্যানেলে নাব্য সংকট নিরসনের কাজ চললেও ফেরি চালু নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে ফেরি চলাচল বন্ধ থাকায় লঞ্চ ও স্পিডবোট ঘাটে যাত্রীদের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আ: আলীম মিয়া জানান, ৬ দিন ধরে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় আটকে আছে প্রায় ৩ শতাধিক ট্রাক ও পিকআপ ভ্যান। চ্যানেল চলাচলের উপযোগী না হওয়া পর্যন্ত দুর্ঘটনা এড়াতে বন্ধ থাকবে ফেরি চলাচল।
এদিকে, পাটুরিয়া- দৌলতদিয়ায় শত শত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে। পাটুরিয়া-দৌলতদিয়ায় নাব্য সংকটের কারনে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, সকাল থেকে ১৭ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এ নৌরুটে নাব্য সংকট ও নদীতে স্রোত থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।