৬ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- আপডেট সময় : ০৪:৫৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬০৯ বার পড়া হয়েছে
দেশের ৪ জেলার ৬ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ইভিএমে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইভিএমে ভোটগ্রহণ হলেও সিসি ক্যামেরার আওতায় নেই কোনো কেন্দ্র। কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি তুলনামূলক কম। অল্পসংখ্যক ভোটারকে ভোটকেন্দ্রে আসতে দেখা গেছে। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে ভোট দিয়ে ফিরছেন তারা।
চাঁপাইনবাবগঞ্জের ২ টি সংসদীয় আসনে উপ-নির্বাচন শুরু হয়েছে। সকাল থেকে শীতের মাঝে ভোটারদের ভোট কেন্দ্র আসতে ও ভোটের লাইনে দাঁড়াতে দেখা যায়। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী শামিউল হক লিটন তার এজেন্টদের বের করে দেওয়া ও গেটে বাধা দেওয়ার অভিযোগ করেন। সদর জেলা স্কুল কেন্দ্রের গেটের সামনে দুই পক্ষ জটলা করলে ছত্রভঙ্গ করতে রেব ধাওয়া করে। কেন্দ্রের ভিতরে একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। রেবের ডিসপোজাল টিম উদ্ধার করে ককটেলটি ।
এছাড়াও ২ টি আসনে কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া-২ উপ নির্বাচনে ভোটগ্রহন চলছে। সকাল সাড়ে ৮ টা থেকে ইভিএমএর মাধ্যমে শুরু হওয়া ভোটগ্রহন চলবে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত। তবে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের তেমন উপস্থিতি চোখে পড়েনি।
বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে উপনির্বাচনের ভোট শুরু হলেও ভোটার উপস্থিতি খুবই কম। ভোট কেন্দ্রগুলো দীর্ঘ সময় ধরে ফাঁকা দেখা যায়।
ভোটারদের লাইনও নেই বেশির ভাগ কেন্দ্রে। প্রতি কেন্দ্রে পুলিশ রেব,আনছার নিয়োগ করা হয়েছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
এদিকে,বিএনপি প্রার্থীর পদত্যাগে শূন্য ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে ভোটারদের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম।