৬ মাস আগে পুরাতন ব্রিজ ভাঙ্গা হলেও শুরু হয়নি নতুন সেতুর কাজ
- আপডেট সময় : ১১:১৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
- / ১৭২৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহের কালীগঞ্জে নতুন ব্রিজ নির্মাণ করতে প্রায় ৬ মাস আগে ভাঙ্গা হয় পুরাতন ব্রিজ। কিন্তু এখনো শুরু হয়নি নতুন সেতুর কাজ। বাঁশ দিয়ে নামমাত্র বাইপাস নির্মাণ করলেও সেটি ব্যবহার অনুপযোগী। এতে ভোগান্তিতে পড়েছে কয়েক ইউনিয়নের বাসিন্দা। দ্রুত নতুন ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ব্যস্ততম কোলা বাজার। উপজেলার কোলা, জামাল ইউনিয়নসহ পার্শবর্তী মাগুরা জেলার বিভিন্ন গ্রামের মানুষের যাতায়াত এ বাজারে। বাজারের মাঝামাঝি বেগবতী নদীর উপর নতুন সেতুন নির্মাণে ভাঙ্গা হয়েছে পুরাতন ব্রিজ। কিন্তু মাসের পর মাস কেটে গেলেও এখনও শুরু হয়নি কাজ।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজের কাজের সময় চলাচলের জন্য তৈরী বাঁশের বাইপাস ব্রিজটি চলাচল প্রায় অনুযোগী। ভারী বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায়। পারাপারে ঘুরতে হয় প্রায় ১০ কিলোমিটার।
তবে সংশিষ্টরা বলছেন, দ্রুতই জনদুর্ভোগ লাঘবে সমাধান করা হবে এ সমস্যার।
উইকেয়ার প্রকল্পের আওতায় কোলা বাজারে ৪৪ মিটার ব্রিজ নির্মাণ হওয়ার কথা। যার প্রত্যাশায় রয়েছে এলাকাবাসী।