৬ হাজার কোটি টাকার বড় অংশ লোপাট হয়ে যাবেঃ রিজভি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
করোনার টিকা নিয়ে তিলেসমতি শুরু হয়েছে। চুক্তি নিয়ে শঙ্কার কথা তুলে ধরে ভারতে পাঠানো ৬ হাজার কোটি টাকার বড় অংশ লোপাট হয়ে যাবে। তাঁবেদার সরকার নিজের সত্ত্বাকে বিসর্জন দিয়ে আত্মহতি দিয়েছে।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ফেলানী ও সীমান্ত হত্যাকান্ড শীর্ষক আলোচনা সভায় এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। করোনা পরিস্থিতিতেও সীমান্তে হত্যার হিরিক কমেনি বলেও জানান তিনি। সভায় উপস্থিত মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ভারতের কাছ থেকে ভ্যাকসিন সংগ্রহ নিয়ে নানা অসঙ্গতি তুলে ধরে তিনি বলেন, সীমান্তে মাদক ও চোরাকারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সাধারণ মানুষকে হত্যা করছে বিএসএফ। এ যাবৎকাল সবচে বেশী সীমান্তে হত্যাকান্ডের ঘটনা ঘটছে।