১৯৭৫ পরবর্তী ক্ষমতা দখলকারীরা গরীব-দুঃখীর জন্য কিছুই করেনি : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১০:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ঢাকার বস্তিবাসীরা গ্রামে ফিরে গেলে আশ্রয় ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন পরিবারের জন্য বাসস্থান ও অনুদান হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় ‘৭৫ পরবর্তী ক্ষমতা দখলকারীরা কেউই গরীব, দুঃস্থদের জন্য কিছুই করেনি উল্লেখ করে তারা নিজেদের অবৈধ সম্পদের পাহাড় বানানোয় ব্যস্ত ছিলো বলেও আভিযোগ করেন প্রধানমন্ত্রী।
মুজিববর্ষ উপলক্ষে চলছে গৃহহীন দরিদ্রদের জন্য আবাসন কর্মসূচি। এরই অংশ হিসেবে ঢাকার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আয়োজিত ঘর বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুরুতেই ১৬০টি দরিদ্র গৃহহীন পরিবারের হাতে ঘরের চাবি এবং নগদ তিন হাজার করে টাকা তুলে দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর সংগ্রামের মূল লক্ষ্যই ছিলো গরীব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। আর বর্তমান সরকার সেই পথই অনুসরণ করছে।
‘৭৫-পরবর্তী অবৈধ ক্ষমতা দখলকারীরা নিজেদের সম্পদের পাহাড় গড়তে সাধারণ মানুষের উপর শোষণ, জুলুম বাড়িয়েছিল অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, এজন্য জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।
এ সময় সারাদেশের গৃহহীনদের জন্য সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে ঢাকার বস্তিবাসীদের গ্রামমুখী করারও তাগিদ দেন সরকার প্রধান।
গরীব, দুঃস্থদের সহযোগিতায় সরকারের পাশাপাশি দেশের বিত্তশালীদেরও এগিয়ে আসার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।