৭ জানুয়ারি সুষ্ঠু নির্বাচন হয়নি বলে অভিযোগ তুলছেন বগুড়ার প্রার্থীরা
- আপডেট সময় : ১২:৫৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
- / ১৬১২ বার পড়া হয়েছে
৭ জানুয়ারি সুষ্ঠু নির্বাচন হয়নি বলে অভিযোগ তুলছেন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়া বগুড়ার প্রার্থীরা। ভোটারদের রয়েছে নানা অনিয়মের অভিযোগ। জাল ভোট, বুথ দখল করে সিলমারা, ভয়- ভীতি দেখানো, ফলাফল পরিবর্তনসহ নানা অভিযোগ অনেক প্রার্থীরা। ফল ঘোষণার পর ভোট বর্জন করেছেন কেউ কেউ। সাত আসনে এবার জামানত হারালেন দুইজন এমপিসহ ৪৫ প্রার্থী। ভোটের পরে অনিয়মের অভিযোগ নির্বাচনী ট্রাইবুনালে দাখিলের পরামর্শ দিলেন জেলা ইসি কর্মকর্তা। বগুড়া থেকে আরিফ রেহমানের প্রতিবেদন।
বগুড়ার সাতটি আসনে প্রার্থী ছিলেন ৫৮ জন। ৪৫ জনই হারালেন জামানত। ভোটে বিএনপি’র প্রার্থী নেই। সব আসনেই সরকারি দলের প্রার্থী। কঠিন প্রতিদ্বন্দ্বীতাও নেই। তবুও ভোট নিয়ে নানা অভিযোগ। কেউ বলছেন পাতানো ভোট, কেউ বলছেন জোর করে সিলমারা হয়েছে, কেউ বলছেন প্রশাসনই ভোট করেছে।
কারো অভিযোগ, কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেশি দেখানো হয়েছে।
ভোটের পরে অনিয়মের অভিযোগ নির্বাচনী ট্রাইবুনালে দাখিলের পরামর্শ দিলেন জেলা নির্বাচনী কর্মকর্তা।
বগুড়ায় ভোটার ২৮ লাখ ২৮ হাজার ৩৪৪। ভোট দিয়েছেন ৮ লাখ ৪৩ হাজার। সেহিসেবে প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছে।
আরিফ রেহমান, এসএটিভি, বগুড়া।