৭ জেলায় করোনা উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু

- আপডেট সময় : ০১:২৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
কুমিল্লায় ৪ জনসহ, গাইবান্ধা, ময়মনসিংহ, জামালপুর, ঝালকাঠি, ফেনী ও চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।
গেল চব্বিশ ঘন্টায় কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছে। এদের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন মহিলা। মৃত ৪ জনই জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ করোনা আক্রান্ত ময়নুল হোসেন নামের এক সাবেক সেনা সদস্য আজ ভোরে তার বাড়ীতে মারা গেছেন। তিনি কাটাবাড়ী গ্রামের বাসিন্দা। তাকে উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে সকালে দাফন করা হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্টের মতো করোনার উপসর্গ নিয়ে মফিজুল ইসলাম মফি নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গেলো রাতে শহরের মুচারভিটা এলাকায় নিজ বাড়ীতে মারা যান তিনি। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এস. এম মাজহারুল আলম জানান, মফিজুল ইসলাম বেশকিছু দিন ধরে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে বাড়ীতেই চিকিৎসাধীন ছিলেন।
জামালপুরের বকশীগঞ্জে করোনার উপসর্গে মকবুল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এর ফলে আতঙ্কিত হয়ে পড়েছে পুরো গ্রাম। গতরাত সাড়ে ১২টার দিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষীয়া ইউনিয়নের বিনোদেরচরের নিজ বাড়ীতেই মারা যায় মকবুল।
ঝালকাঠির নলছিটিতে করোনা উপসর্গে সাব-রেজিস্ট্রী অফিসের দলিল লেখক মোহাম্মদ শাহজাহান মাঝি চিকিৎসাধীন অবস্থায় গতরাতে মারা গেছেন। তিনি জ্বর ও সর্দিসহ অন্যান্য উপসর্গ নিয়ে কয়েকদিন ধরে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছিলেন।
ফেনীর ছাগলনাইয়ায় জ্বর, সর্দিকাশি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গে আবদুল মোমেন নামে এক শিক্ষক মৃত্যুবরণ করেছেন। গতরাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু ঘটে। তিনি পৌরসভার বাঁশপাড়া এলাকার একটি বেসরকারি কিন্ডার গার্টেনের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।
চুয়াডাঙ্গায় করোনা উপসর্গে শরীফুল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতরাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। শরিফুলের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মধুপুর গ্রামে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।