৭ দিন বন্ধ থাকবে দেশের সব স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য

- আপডেট সময় : ০৮:৪১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গোৎসব ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২২ অক্টোবর থেকে ৭ দিন বন্ধ থাকবে দেশের সব স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর, বেনাপোল বন্দর, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর, হিলি স্থলবন্দর এবং চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর এই ছুটির আওতায় পড়বে। ২২ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে স্থলবন্দরের কার্যক্রম। এছাড়া ৩০ অক্টোবর সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকলেও লক্ষ্মীপূজা উপলক্ষে ৩১ অক্টোবরও বাণিজ্য বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে করোনা পরিস্থিতিতে পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ রয়েছে। শুধু দু’দেশে আটকে পড়া ও কূটনৈতিক পাসপোর্টধারী যাত্রীরা নিজ দেশে প্রত্যাবর্তন করতে পারছেন।