৭ বছরেও শেষ হয়নি গাইবান্ধায় চলন্ত বাসে পেট্রোল বোমা হামলার বিচার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২৭ বার পড়া হয়েছে
গাইবান্ধায় চলন্ত বাসে পেট্রোল বোমা হামলায় ৮ জন নিহত হওয়ার ঘটনার বিচার ৭ বছরেও শেষ হয়নি।
২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি রাতে গাইবান্ধার তুলসিঘাটে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছোঁড়ে দুর্বৃত্তরা। বোমার আগুনে পুড়ে শিশু নারীসহ ঘটনাস্থলে ৪ ও পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জন মারা যায়। আহত হয় অন্তত ৩৫ জন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ৩০জন অজ্ঞাত ও ৩২ জনের নাম উল্লেখ করে নাশকতার মামলা করে। পরে, ৭৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট জমা দেয় পুলিশ। ঘটনার ৭ বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি মামলার বিচার কাজ। এ পর্যন্ত মাত্র ২জনের সাক্ষ্য নেয়া হয়েছে। তবে, দায়ীদের দ্রুত শাস্তির ব্যবস্থা হবে বলে আশা করেন রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।