৮৫ নির্বাচন কর্মকর্তা ফেরত পাচ্ছেন না চাকরি
- আপডেট সময় : ০১:৫৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
৮৫ নির্বাচন কর্মকর্তা চাকরি ফেরত পাবেন না বলে রায় দিয়েছে আপিল বিভাগ।
প্রায় এক যুগ আগে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সিদ্ধান্ত বাতিল করে এ রায় দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ। বিএনপি জোট সরকারের সময় ২০০৫ সালে ৩ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ৩২৭ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অস্থায়ীভাবে নির্বাচিত করা হয়।
জোট সরকারের সময়ের এই নিয়োগ নিয়ে বিতর্ক উঠলে ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকার আমলে ৩২৭ জনের মূল্যায়ন পরীক্ষা নেয়া হয়। তাঁদের মধ্যে ৮৫ জন ওই বছরের ৩ সেপ্টেম্বর চাকরিচ্যুত হন। ২০০৯ সালের ২৩ মার্চ চাকরিচ্যুত প্রার্থীরা মামলা করলে তা খারিজ করে রায় দেয় প্রশাসনিক ট্রাইব্যুনাল। এর বিরুদ্ধে তারা আপিল করেন। এই আপিল মঞ্জুর করে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল এ রায় দেন।
সরকারি কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতি নিতে হবে। এই বিধান বাতিলের রায় ২৩ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।
এরআগে গত ২৫ আগস্ট সরকারি কর্মচারীদের গ্রেফতারে কর্তৃপক্ষের পূর্বানুমতি নেয়ার বিধান সংক্রান্ত সরকারি চাকরি আইনের ৪১(১) ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে বাতিল ঘোষণা করে হাইকোর্ট।
এরপর এ রায়ের বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।