৮ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকার-চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
কুমিল্লার শশীদল রেলস্টেশনে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ।
গেলো রাত দেড়টার দিকে নোয়াখালী থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস ট্রেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল রেল স্টেশনের ‘ডাউন আউটার’ সিগনালে পৌছলে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রচন্ড শীতে শিশুসহ যাত্রীরা পড়ে চরম ভোগান্তিতে। দুর্ঘটনার পর কুমিল্লা স্টেশনে ঢাকাগামী তূর্ণা নিশিতা ও ঢাকা মেইল আটকা পড়ে। পরে, কুমিল্লার লাকসাম ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে।