৮ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ কয়েকদিন থাকবে
- আপডেট সময় : ০৪:৩৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
- / ১৭৬৮ বার পড়া হয়েছে
দেশের ৮ জেলা মৃদু শৈত্যপ্রবাহের কবলে থাকায় প্রতিদিন বাড়ছে ঠাণ্ডার প্রকোপ। রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এর সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দুপুরের পর দেশের দু-এক জায়গায় কুয়াশা একটু কাটতে পারে। তবে, কালও কুয়াশাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পঞ্চগড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। হালকা বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। গত এক সপ্তাহ জুড়ে জেলার তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রী সেলসিয়াসে ওঠানামা করছে।
নওগাঁ আবহাওয়া অফিস বলছে, গত ৩ দিন ধরেই জেলাজুরে ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। শীতের প্রকোপ আরো কয়েকদিন থাকবে।
নড়াইলে কুয়াশায় দেখা মিলছে না সুর্যের। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। উষ্ণতা পেতে অনেকেই আগুন জ্বালাচ্ছেন। তীব্র শীতে ব্যাহত হচ্ছে বোরো চাষীদের চারা রোপন।
ঝিনাইদহে শীত ও কুয়াশা উপেক্ষা করেই কাজে ছুটছে নিম্ন আয়ের মানুষ। শীতের প্রকোপে কাহিল প্রাণীকূলও।
উত্তরের হিমেল হাওয়ার সাথে শৈত্য প্রবাহে বিপর্যস্ত সাতক্ষীরার শ্রমজীবী ছিন্নমূল মানুষ। সকাল ৬টায় সাতক্ষীরায় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
পটুয়াখালীতে টানা শৈত্য প্রবাহে স্থবির জনজীবন। কুয়াকাটায় কমেছে পর্যটক। হোটেল রেস্টুরেন্ট ও দোকান পাটে নেই ক্রেতার চাপ। বেকার সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা।
সিরাজগঞ্জেও অব্যাহত রয়েছে শৈত্য প্রবাহ। জেলার হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা।