৮ দিন সীমান্ত পথে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
তৃতীয় ধাপে ৮ দিন সীমান্ত পথে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার। প্রতিবেশী দেশ ভারতের করোনা ভাইরাস সংক্রমণ রোধে পাসপোর্ট ধারী যাত্রী যাতায়াত বন্ধে এই সিদ্ধান্ত।
নতুন নিষেধাজ্ঞায় ৩১মে পর্যন্ত যাত্রী যাতায়াত বন্ধ থাকছে। এই নিয়ে তিনধাপে অন্তত একমাস ৬ দিন পর্যন্ত চলাচলে বিধিনিষেধ দেয়া হয়েছে। যাত্রীরা দূতাবাসের ছাড়পত্র নিয়ে ফিরতে পারবেন বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ২৪ এপ্রিল পর্যন্ত ৮১৪ জন পাসপোর্টধারী যাত্রী বেনাপোল স্থল বন্দর দিয়ে দেশে ফিরেছেন। তাদের কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এতে নানান প্রতিবন্ধকতায় যশোরের বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি ও রফতানি বাণিজ্যে বিরূপ প্রভাব পড়েছে। এছাড়া ভারতের ২৪ পরগনায় ১৫ দিনের লকডাউন চলছে।