৮ বছরের শিশুকে হত্যা মামলায় সৎ মার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
- / ১৭৮৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের আমিন বাজার এলাকায় শ্বাসরোধ করে সাইফউদ্দিন নামে ৮ বছরের শিশুকে হত্যা মামলায় ১৬৪ ধারায় সৎ মা সাবরিনা বেগম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
সিনিয়র চিফ জুডিশিয়াল আদালতের বিচারক মুনিরা সুলতানার কাছে তিনি এ জবানবন্দী দেন। পরে তাকে জেল-হাজতে পাঠানো হয়। গত শনিবার দুপুরে দ্বিতীয় স্ত্রী ও প্রথম পক্ষের সন্তানকে বাড়ীতে রেখে প্রতিদিনের মতো কাজে যায় সালাউদ্দিন ইমন। কাজ থেকে সন্ধ্যার পর ইমন বাসায় গিয়ে দেখতে পান, তার ছেলে সাইফের নিথর দেহ মেঝেতে পড়ে আছে। বাসার আসবাবপত্র এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তার স্ত্রী অচেতন অবস্থায় আছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে সাইফের সৎ মা সাবরিনা বেগমকে আটক করে।