৮ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
৮ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ক্যারিবিয়রা।
ব্রীজটাউনে টস হেরে ব্যাট করতে নেমে ক্যারিবিয় বোলারদের তোপের মুখে পরে ১৯০ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ইনিংস সর্বোচ্চ ৩৪ রান আসে অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি করে উইকেট নেন আকিল হসেন ও আলজারি জোসেফ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই কাইল মেয়ার্সের উইকেট হারিয়ে হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ ও ফিরে যান ২৭ রান করে। তবে এক পাশ আগলে রেখে ম্যাচের হাল ধরেন শামারাহ ব্রুকস। ৯১ বলে ৭৯ রান করেন এই ক্যারিবিয় ব্যাটার। শেষ দিকে নিকোলাস পুরানের ধৈর্যশীল ব্যাটিংয়ে ১১ ওভার হাতে রেখেই ৫ উইকেটের সহজ জয় তুলে নেই ওয়েস্ট ইন্ডিজ।