একাত্তরের এই দিনে মিত্রবাহিনী ঢাকার দিকে অগ্রসর হয়
- আপডেট সময় : ০১:৫১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
৯ ডিসেম্বর, ১৯৭১। এই দিন মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সামনে শুধু ঢাকা দখলের লড়াই। সবদিকে দিয়ে মিত্রবাহিনী ঢাকার দিকে অগ্রসর হয়। বাইরে থেকে হানাদার বাহিনীর প্রবেশ রুদ্ধ হয়ে যায়। লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন হয় দেশ। তবে, ৭৫’এ বঙ্গবন্ধুকে হারানোর পর পথ হারাতে থাকে এই দেশ।
ইতিহাসের আজকের এই দিনে, রাজধানী দখল নেয়ার জন্য মরিয়া হয়ে উঠে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী। ঢাকাকে হানাদার মুক্ত করার নেশায় চারদিক থেকে এগিয়ে যায় বাংলার দামাল ছেলেরা।
এদিন সকালে হানাদার বাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দফতর ঢাকা থেকে প্রথমবারের মতো জেনারেল নিয়াজী স্বীকার করেন, পরিস্থিতি নিদারুণ সংকটপূর্ণ।
সেই ইতিহাসের বীর যোদ্ধারা বলেন, যে লক্ষ্যে দেশ স্বাধীন করা হয়েছে , ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যা করে সেই পথ থেকে সরে এসেছে বাংলাদেশ।
এই দেশকে পিছিয়ে নিতে স্বাধীনতা বিরোধীরা এখনো তৎপর রয়েছে উল্লেখ করে সতর্ক থাকা উচিত বলে জানান রণাঙ্গনের এই বীর সেনারা।
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে স্বাধীন চিত্তে বসবাস করতে চায় দেশের মানুষ, এমনটাই মন্তব্য করেন দেশকে শত্রু মুক্ত করা সন্তানরা।