৯ দিন পর চৌকি বসিয়ে বঙ্গবাজারে বেচাকেনা শুরু
- আপডেট সময় : ০৯:৩৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
৯ দিন পর চৌকি বসিয়ে বেচাকেনা শুরু করেছেন বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এই সিদ্ধান্তে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে প্রত্যাশা করছেন তারা। দুপুরে ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস কার্যক্রমের উদ্বোধন করেন। ঈদের পর সব মহলের সঙ্গে আলোচনা সাপেক্ষে স্থায়ী পুর্নবাসনের ব্যবস্থার কথা জানান মেয়র তাপস। ক্ষতিগ্রস্তদের সহায়তা তহবিলে ২ কোটি টাকার অনুদান দিয়েছে সিটি কর্পোরেশন।
বঙ্গবাজার পোড়া ৬টি মার্কেটের ৫ টির বর্জ্য অপসারণের পর থেকে বুধবার সকাল থেকে ধ্বংসস্তুপেই চৌকি বসিয়ে কেনাবেচান শুরু করেন ক্ষতিগ্রস্তু বঙ্গবাজারের ব্যবসায়ীরা।
এক পাশে চলছে অপসারণের কাজ, অন্যদিকে ব্যবসা শুরু করতে তৎপর ক্ষুদ্র ব্যবসায়ীরা। পাইকারী মার্কেটের ব্যবসা সব ঈদের আগেই হয়ে থাকে। এ কারণে ঈদ আসন্ন থাকায় তেমন ক্রেতা নেই বলে জানান ব্যবসায়ীরা। ক্ষতি পুষিয়ে নেয়া নিয়েও শঙ্কায় তারা।
কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতিসহ ব্যবসায়ী নেতারা। । এসময়ে ব্যবসায়ীদের সার্বিক খোঁজ খবর নেন মেয়র ও ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সহানুভূতি জানিয়ে ব্যবসায়ী নেতারা লোকসান পুষিয়ে দিতে বিভিন্ন উদ্যোগের কথা জানান।ক্ষতিগ্রস্ত ৩ হাজার ৮ শ ৪৫ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে উদ্দেশ্য করে দক্ষিণের মেয়র বলেন, ঈদের পরে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
দুর্যোগ মোকাবিলায় দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিতে সিটি কর্পোরেশনের পক্ষে একটি কমিটি গঠন করা হয়েছে। সহায়তা তহবিলে সিটি কর্পোরেশন জমা দিয়েছে ২ কোটি টাকা।