বশেমুরবিপ্রবিতে প্রকৌশল বিভাগের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচী পালন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১২:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা।
সকালে ক্লাশ বর্জন করে নিজ বিভাগের সামনে প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ফাতেমা খাতুনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা। পরে রেজিষ্ট্রারের প্রতিনিধির কাছে বিভাগীয় প্রধানের পদত্যাগসহ ৭ দফা দাবি তুলে ধরে স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা। চেয়ারম্যান পদ থেকে ফাতেমা খাতুন পদত্যাগ না করা পর্যন্ত ক্লাশ বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা।