অং সান সু চি ও তার সাবেক অর্থনৈতিক উপদেষ্টার তিন বছরের করে কারাদণ্ড
- আপডেট সময় : ০৯:১৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
সামরিক বাহিনী শাসিত মিয়ানমারের একটি আদালত দেশটির ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি ও তার সাবেক অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলিয়ার নাগরিক শন টার্নেলকে তিন বছরের করে কারাদণ্ড দিয়েছে। তাদের উভয়ের বিরুদ্ধে সরকারি গোপনীয়তা আইন লংঘনের অভিযোগ আনা হয়। তবে দু’জনেই নিজেদের নির্দোষ দাবি করেন।
মিয়ানমারের রুদ্ধদ্বার আদালতে এ বিচার সম্পন্ন হয়েছে। তিন বছর করে কারাদণ্ড দেয়া হলেও সশ্রম কারাদণ্ড দেয়া হয়নি। একই অভিযোগে সু চি ও তার অর্থনৈতিক টিমের বেশ কয়েকজন অভিযুক্ত হয়েছেন। এই অভিযোগে সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড দেয়ার বিধান আছে। গত বছর ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানের মাধ্যমে সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সামরিক বাহিনী। তখন সু চিসহ তার সরকারের শীর্ষ পদে থাকা নেতাদের পাশাপাশি ক্ষমতাসীন দলের হাজার হাজার নেতা, কর্মীকে গ্রেপ্তার করে সামরিক জান্তা। সামরিক জান্তার বিরোধীদের কঠোর শাস্তি দিচ্ছে মিয়ানমারের আদালত। কারাদণ্ডের পাশাপাশি অনেককে মৃত্যুদণ্ডও দেওয়া হচ্ছে।