অগ্নিকাণ্ডসহ যে কোন বড় ঘটনাকে নাশকতার গল্প বলে সরকার নিজেদের ব্যর্থতা আড়ালের চেষ্টা করে : আমির খসরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডসহ যে কোন বড় ঘটনাকে নাশকতার গল্প বলে সরকার নিজেদের ব্যর্থতা আর সত্য আড়ালের চেষ্টা করে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সীতাকুণ্ডের বিএম ডিপোর অগ্নিকাণ্ডে হতাহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। খসরু আরো বলেন, অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকায় কোথাও জবাবদিহিতা নেই। তাই এত বড় দুর্ঘটনার পূণরাবৃত্তি ঘটছে। প্রতিটি ঘটনায় নাশকতার ধোঁয়া তুলে জনগণকে বোকা বানাতে চায় সরকার। কিন্তু জনগণ এখন আর বোকা নেই। তারা সরকারের কোন কথা বিশ্বাস করে না। সরকার এ কথা জানে বলেই সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়। এসময় নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বকরসহ বিএনপির সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।