অগ্নিকান্ডে ক্ষয় ক্ষতির দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত : ফখরুল
- আপডেট সময় : ০৭:৫৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
বঙ্গবাজারের অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সরকারের ব্যর্থতার কারণে সামগ্রিকভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।
রাজাধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ৪ এপ্রিল দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতেই এই সংবাদ সম্মেলন। দলের মহাসচিব অভিযোগ করেন, আন্দোলন থেকে দূরে রাখতে সারা দেশে নেতাকর্মীদের ভয়ভীতি দেখাতে পুলিশকে ব্যবহার করছে সরকার।
সভায় রেবের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে বিএনপি মহাসচিব অবিলম্বে সংবিধান বিরোধী ও মানবাধিকার বিরোধী অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানান।
অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণের ঘটনায় নিরপেক্ষ তদন্ত হয় না বলেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে বলে জানিয়ে মির্জা ফখরুল বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেন।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারম্যান ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা জাফরুল হাসানের ৩য় মত্যুবার্ষিকীর স্মরণ সভায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।