অগ্নিসন্ত্রাস রুখতে জনগণকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৪৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে জনগণকে রুখে দাড়ানোর আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, অবরোধকারী আর অগ্নিসন্ত্রাসীরা যেন কোনোভাবেই পার না পায়। বিকেলে বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে জেল হত্যা দিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বাজারে কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশও দেন শেখ হাসিনা।
জেল হত্যা দিবসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর সেনানী ও চার জাতীয় নেতার স্মরণে এই সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে যোগ দেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় চার নেতার স্মৃতিচারণ কর তিনি বলেন, সুরক্ষিত জেলখানায় খুনীদের মূল শক্তিই ছিলো জিয়াউর রহমান।অগ্নিসন্ত্রাসীদের প্রতিরোধে দেশের জনগণকে এগিয়ে আসার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিলিস্তিনে ইসরাইলি হামলার নিন্দা না জানানোয় বিএনপি-জামায়াতের সমালোচনা করেন তিনি।
সরকার প্রধান বলেন, উৎপাদন না কমলেও যারা কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধি করছে তাদেরকে খুঁজে বের করতে হবে। নির্বাচন করলে কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না জেনেই বিএনপি নির্বাচন বন্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।