অঘোষিত লকডাউনেও পেটের দায়ে এখন ঢাকামুখী মানুষের ঢল নেমেছে
- আপডেট সময় : ০৮:৩৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সারাদেশে অঘোষিত লকডাউনেও পেটের দায়ে এখন ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। দুপুরের পর থেকে কর্মমুখী মানুষের ঢল নামে। করোনা আতঙ্ক মাথায় নিয়েই সবাই ছুটে আসছেন রাজধানী ঢাকায়।
সংশ্লিষ্টরা জানান, ৪ এপ্রিল পর্যন্ত ঘোষিত সরকারি ছুটি বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত করা হলেও গার্মেন্টসসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও কারখানার শ্রমিকদের জন্য ছুটি বাড়েনি। এজন্য রোববার কর্মস্থলে যোগ দিতে বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার শ্রমজীবী মানুষ করোনা আতঙ্ক নিয়েই চাকরি রক্ষায় কর্মস্থলের দিকে ছুটছেন। সকাল থেকেই ময়মনসিংহের পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায় হাজার হাজার ঢাকাগামী গার্মেন্টস কর্মী বাসের জন্য অপেক্ষা করছে। কিন্তু বাস না পেয়ে ট্রাক, অটো, সিএনজি এবং পিকআপ দিয়ে জীবনের ঝুঁকি নিয়েই ঢাকা আসছে তারা। সড়কে পুলিশ যানবাহন আটকে দেয়ার কারণে বাধ্য হয়ে হেঁটেই ঢাকার দিকে ছোটেন হাজার হাজার গার্মেন্টস কর্মী।
………….
পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার কর্মমুখী হাজার হাজার মানুষ রাজধানীতে ফিরছেন। মরণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের ঝুকি নিয়ে এসব লোকজন পায়ে হেটে, রিকসা, ভ্যান ও ট্রাকে কর্মস্থলের দিকে ছুটছেন। বিআইডব্লউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম, মোহাম্মদ জিল্লুর রহমান জানান, ঘাট দিয়ে যাত্রীরা হুমড়ি খেয়ে জোর করে ফেরিতে উঠছে। হাজার হাজার যাত্রীকে আটকানো সম্ভব হচ্ছে না। এ রুটে ১৫টি ফেরির মধ্যে সীমিত আকারে চারটি ফেরি বর্তমানে চলাচল করছে।