অজ্ঞাত কারণে ২ ঘন্টার ব্যবধানেই মারা গেছে দেড় শতাধিক লিচুগাছ
- আপডেট সময় : ০৬:৩১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ঝিনাইদহের কালীগঞ্জে অজ্ঞাত কারণে এক দিনে ২ ঘন্টার ব্যবধানেই মারা গেছে দেড় শতাধিক লিচুগাছ। এতে আতংকিত হয়ে পড়েছে অন্য বাগানীরা। কৃষি বিভাগ বলছে, অতিবৃষ্টির ফলে বাগানে পানি জমেছে। জলাবদ্ধতার কারণেই গাছগুলো মরেছে বলে মনে করছে কৃষি বিভাগ।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খয়েরতলা গ্রামে লিচু বাগানে ২ ঘন্টার ব্যবধানে মারা যায় ৬৬ টি গাছ। শুধু তার বাগানই নয় একই গ্রামের আব্দুস সাত্তারের ১২টি, তাইজুদ্দিনের ১১টি, আবুল হোসেন ১৩টি, প্রান্ত আহম্মেদের ১৫টি ও আব্দুল জব্বারের ৩৫টি মিলে প্রায় দেড়শ লিচু গাছ একই দিনে ও সময়ে মারা যায়।
কৃষি বিভাগ পরিদর্শন করে জলাবদ্ধতাকে দায়ী করে। কোন বাগানী যেন ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য কৃষি বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের পরামর্শ চেয়েছেন তারা।
কৃষি বিভাগ ও কৃষকদের দেয়া তথ্য মতে, ফল ধরেছে এমন গাছ মারা যাওয়ায় ভুক্তভোগী ৬ কৃষকের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।