অটো রিক্সা মেরামতের দোকানে বিস্ফোরণে মারা গেছেন এক ব্যক্তি
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
নেত্রকোনার দুর্গাপুরে অটো রিক্সা মেরামতের দোকানে বিস্ফোরণে মারা গেছেন সবুজ মিয়া নামের এক ব্যক্তি। দুর্ঘটনায় আহত হয়েছে তিনজন।
আহত গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী দুইজন চিকিৎসাধীন আছেন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। রবিবার রাতে উপজেলার শিবগঞ্জ বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া অটো রিক্সা মেরামতের মিস্ত্রী ছিলেন। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ-নুর-এ আলম জানান, অটো রিক্সার মেরামতের দোকানে চার্জে থাকা ব্যাটারির বিস্ফোরণে এই দুর্ঘটনা। এতে দোকানে থাকা সবুজ মিয়ার হাত, পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। দোকানটি দুর্গাপুর উপজেলার শিবগঞ্জ বাজারে মজিদ মার্কেটে অবস্থিত।