অডিও কাণ্ডে ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পিএসকে অব্যাহতি
- আপডেট সময় : ১২:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ নিয়ে ফোনালাপ ফাঁস করার ঘটনায় উপাচার্যের ব্যক্তিগত সহকারীকে অব্যাহতি দেওয়া হয়েছে৷
বৃহস্পতিবার উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আইয়ূব আলীকে অব্যাহতি দেওয়া হয় বলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান৷
এক সপ্তাহ আগে উপাচার্যের ‘কণ্ঠের মতো’ একজনের সঙ্গে কথা বলার একাধিক অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে৷ ওই অডিওতে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ বিষয়ে কথাবার্তা রয়েছে৷
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, “ভিসি স্যার গতরাতে (বুধবার) আমাকে ডেকেছিলেন; কিন্তু শরীর খারাপ থাকায় যেতে পারিনি৷ তাই বৃহস্পতিবার সকালে এসে অব্যাহিতর আদেশপত্র প্রস্তুত করে দিয়েছি৷ এখানে ভিসি স্যার শুধু তাকে অব্যাহতি দেওয়ার কথা বলেছেন৷ কোনো কারণ জানাননি৷”
একটি ছাত্রীহলে নবাগত এক ছাত্রীকে নির্যাতনের ঘটনায় তোলপাড়ের মধ্যে এই অডিও ফাঁসের ঘটনা ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আরও অস্থির হয়ে উঠেছে৷
অডিও ফাঁস হওয়ার পর গত সোমবার থেকে পিএস আইয়ূব আলীকে অপসারণের দাবিতে আন্দোলন করছেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা৷ আইয়ূব আলীর কার্যালয় ভাঙচুর এবং তাকে মারধরের ঘটনাও ঘটে৷
গত বৃহস্পতিবার ও শুক্রবার ‘ফারাহ জেবিন’ ও ‘মিসেস সালাম’ নামের দুটি ফেসবুক আইডি থেকে পাঁচটি ফোনালাপের অডিও ছড়িয়ে পড়ে৷ এরপর রোববার ও সোমবার আল’বিদা ফেসবুক আইডি থেকে আরও দুটি অডিও ফাঁস হয়েছে৷
সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ‘কণ্ঠের মতো’ একজনকে কথা বলতে শোনা গেছে৷ অডিওগুলোতে কথোপকথনকারীরা টাকার বিনিময়ে শিক্ষক-কর্মচারী নিয়োগ, নিয়োগ বোর্ড গঠন, প্রশ্নপত্র ফাঁস ইত্যাদি বিষয়ে কথা বলেন৷
এ ঘটনায় শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ইবি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়৷
তবে এসব ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম৷
এ ঘটনার পর গত সোমবার থেকে দুর্নীতির অভিযোগ তুলে উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে আন্দোলন চালিয়ে আসছেন ‘বিশ্ববিদ্যালয় অস্থায়ী কর্মচারী পরিষদ, নামের একটি সংগঠনের ব্যানারে৷ এ সংগঠনের নেতৃত্বে সবাই ইবির সাবেক ছাত্রলীগ নেতাকর্মী৷ বৃহস্পতিবার ৪র্থ দিনের মতো আন্দেলন করেন তারা৷
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইবি প্রক্টরিয়াল বডির নির্দেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করলেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ৷
বুধবার সকাল ৯টা থেকে আন্দোলনকারীরা উপাচার্যের কার্যালয়ের সামনে তাদের ঐক্যবদ্ধ হয়ে নানা শ্লোগান দেন৷
পরে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন ‘অস্থায়ী চাকরিজীবী পরিষদের’ সভাপতি মিজানুর রহমান টিটু ও সাধারণ সম্পাদক রাসেল জোয়ার্দার৷
এ দুইজনের নেতৃত্বে প্রায় ৩৫ জন অস্থায়ী কর্মচারী এই আন্দোলন চালিয়ে আসছেন৷
ডয়চে ভেলে