অতিবর্ষণ আর উজানের ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
অতিবর্ষণ আর উজানের ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েছে। বিপদসীমার ১০১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও এখনই পানিবন্দি হয়ে পড়েছে জেলার বিস্তীর্ন চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষ।
গত ২৪ ঘন্টায় ৩৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে পানি বেড়েছে।জেলার কাজিপুর মেঘাইঘাট পয়েন্টেও অস্বাভাবিক হারে বাড়ছে পানি। জেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ব্যাপক পানি বৃদ্ধি পেতে শুরু করায় গো-চারণভূমি তলিয়ে যাওয়ায় গবাদি পশু নিয়ে বিপাকে শাহজাদপুরের গো-খামারিরা।