অতিরিক্ত বিদ্যুৎ বিলে দিশেহারা হয়ে পড়েছে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা

- আপডেট সময় : ১০:৫১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
অতিরিক্ত বিদ্যুৎ বিলে দিশেহারা হয়ে পড়েছে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা। বিদ্যুৎ ব্যবহারের সাথে কোনো সঙ্গতি নেই বিলের। সারা বছরের বিদ্যুৎ বিল ঠিক থাকলেও শেষ দিকে বিল এসেছে কয়েকগুণ বেশি। গ্রাহকদের অভিযোগ, অফিসে গিয়ে অবহিত করেও কোনো প্রতিকার মেলেনি। এ নিয়ে গ্রাহকের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
পাবনার চাটমোহর উপজেলার মহেলা রেললাইন পাড়ার শাহিন হোসেন থাকে রেলওয়ের জমিতে, অটোভ্যান চালিয়ে সংসার চলে তার। তার প্রতিমাসে বিদ্যুৎ বিল আসে দেড়শ’ থেকে দু’শো টাকার মধ্যে। গেল বছরের শেষ দিকে হঠাৎ চার হাজার টাকার বিল আসে। এমন ভুতুড়ে বিল নিয়ে দিশেহারা শাহিন অগত্যা গরু বিক্রি করে সেই বিদ্যুৎ বিল পরিশোধ করেছে। আবার অনেকে বে-সরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে পরিশোধ করেছে বিদ্যুৎ বিল। শুধু শাহিন-ই নয় এমন ভুতুড়ে বিল এসেছে শতাধিক গ্রাহকের।
আবার অনেকে দীর্ঘদিনের বিদ্যুৎ বিল না আসায় দুঃচিন্তায় রয়েছে। এজন্য মিটার রিডারকে দায়ী করেছে ভুক্তভোগীরা। এক সঙ্গে এত টাকা বিল আসার জন্য মিটার রিডারকেই দায়ী করেছেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজারও। মিটার রিডারের গাফিলতির কারণে কেন এতো অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে, এমন প্রশ্ন ভুক্তভোগীদের।