অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণার মাধ্যমে আব্দুল কাদের হাতিয়ে নিতো লাখ লাখ টাকা
- আপডেট সময় : ০২:২২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণার মাধ্যমে আব্দুল কাদের হাতিয়ে নিতো লাখ লাখ টাকা। মুসা বিন শমসেরের উপদেষ্টা হিসেবেও দিতো পরিচয়। আলোচিত ঠিকাদার জিকে শামিমের সাথেও সখ্যতা ছিলো। সচিবালয়ে কার কার সাথে এ প্রতারকের যোগাযোগ ছিলো, তা তদন্তে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশ।
একটি বাড়ি একটি খামারের নামে মানুষদের কাছ থেকে নিতো কোটি কোটি টাকা। বিভিন্ন টেন্ডারের ভুয়া ওয়ার্ক অর্ডারের কাগজ দেখিয়ে, কাজটি অন্যদের কাছে হস্তান্তরের নামেও অর্থ হাতিয়ে নিতো প্রতারক আব্দুল কাদের। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয় দেয়ায়,অনেকে চাকুরির জন্য আসলে,তাদেরও কাছ থেকে নিতো বিপুল অংকের টাকা।
গেলো ৭ অক্টোবর রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। প্রতারক আব্দুল কাদের নিজেকে মুসা বিন শমসেরের উপদেষ্টা হিসেবেও দিতো পরিচয়। বিলাসবহুল অফিস ব্যবহারের পাশাপাশি,অতিরিক্ত সচিব হিসেবেও সব ধরনের ভূয়া ডকুমেন্ট ব্যবহার করতো সে।
বিভিন্ন বড় কর্মকর্তাদের সাথে তোলা ছবি প্রদর্শন করে,নিজের ক্ষমতা জাহির করতো আব্দুল কাদির। সচিবালয়ের মতো স্পর্ষকাতর জায়গায়,এমন প্রতারকরা কিভাবে যাতায়াত করতো,সেটিও খতিয়ে দেখবে গোয়েন্দা পুলিশ।
এরআগেও তার বিরুদ্ধে অর্ধডজন মামলা ছিলো বলে জানায় গোয়েন্দা পুলিশ।