অধিক জনঘনত্বের বাংলাদেশে খাদ্য যোগানে কাজ করছে বিনা
- আপডেট সময় : ০৪:১৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
অধিক জনঘনত্বের দেশে বাংলাদেশের খাদ্যের জোগানের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)।কম জায়গায় অধিক ফসল ফলাতে চলছে তাদের নিরন্তর গবেষণা। সেই সুবাদে উদ্ভাবন হচ্ছে নতুন নতুন উচ্চ ফলনশীল জাত।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট…..বিনার হাত ধরেই ধান, গমসহ নানা ফসলের উচ্চফলনশীল জাতের বিস্তার ঘটেছে সারা দেশে। স্বল্প ও বিনা মূল্যে কৃষকদের মধ্যে বীজ বিতরণ চলছে। আর অল্প জমিতে বেশি ফসল পেয়ে বিনা উদ্ভাবিত বীজ ব্যবহারে কৃষকরাও আগ্রহী হয়ে উঠছেন।
বিনার গবেষকরা এ পর্যন্ত ১৮টি ফসলের উচ্চফলনশীল ১১৯টি জাত উদ্ভাবন করেছে। দুই থেকে পাঁচ বছর গবেষণার পর সফলতা এসেছে। এর বেশির ভাগই কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়া হয়েছে। এখন আরও তিন শতাধিক জাত নিয়ে গবেষণা চলছে।
দেশের প্রত্যন্ত অঞ্চল ও বিদেশ থেকে সংগ্রহ করা তিনশ’র বেশি জাতের ১ হাজার ৩০০ মাতৃগাছ রয়েছে বিনার কাছে। এগুলো নিয়ে গবেষণা চলছে। এই মুহুর্তে ১৯টি দেশের ৩৬ রকমের বিদেশি ফল নিয়ে গবেষণা করছে বিনা।