অধ্যক্ষকে পুকুরের পানিতে ফেলে দেয়ার মামলায় এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
- / ১৬৩২ বার পড়া হয়েছে
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে পুকুরের পানিতে ফেলে দেয়ার মামলায় এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
এরা হলো ছাত্রলীগের বহিস্কৃত নেতা কামাল হোসেন সৌরভ, মুরাদ, শান্ত ও সালমান ওরফে টনি। রাতে নগরীর বেলপুকুর থানার বিসমিল্লাহ পেট্রোল পাম্প সংলগ্ন মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা থেকে চন্দ্রিমা থানা পুলিশ মামলার ৭ নম্বর আসামি রায়হানুল ইসলাম হাসিবকে গ্রেফতার করে। মহানগর ডিবি পুলিশের উপ কমিশনার আবু আহমেদ আল মামুন জানান, আসামীরা আত্মগোপন করে বেলপুকুরে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রফতার করা হয়।