অনলাইন জুয়ার প্লাটফর্ম ওয়ান এক্সবেটের পরিচালকসহ ৯ সদস্য গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:১৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
অনলাইন জুয়ার প্লাটফরম ওয়ান এক্সবেটের পরিচালকসহ ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। এদিকে, শনিবার রাতে ঢাকার শ্যামপুর এলাকা থেকে অভিনব কায়দায় পাচারকালে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রেব। দুটি আলাদা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারা।
রাজধানীর মালিবাগের সিআইডি সদর দপ্তরে রোববার সকালে সংবাদ সম্মেলনে জানানো হয়, ওয়ান এক্সবেটের নামে একটি ওয়েব সাইটের মাধ্যমে জুয়া খেলায় প্রতিদিন ৩ থেকে ৫ কোটি টাকার লেনদেন হয়। সাইটটি মূলত রাশিয়া থেকে পরিচালিত হচ্ছে। আইপিএল,বিশ্বকাপ, বিগ ব্যাশ, ইংলিশ প্রিমিয়ার লীগসহ বিভিন্ন খেলায় জুয়ার জন্য একজন জুয়ারি মোবাইল নম্বর বা ইমেইল এর মাধ্যমে এই বেটিং সাইটে একাউন্ট খুলে একটি ই-ওয়ালেট তৈরী করে ব্যালেন্স যোগ করে।
জুয়ার এজেন্টরা 1xbetbd.com ব্যাটিং সাইটের সব কার্যক্রম বিভিন্ন অ্যাপসের মাধ্যমে পরিচালনা করে থাকে। চুয়াডাঙ্গা জেলায় ৫০ জন মোবাইল ব্যাংকিং এজেন্টের তথ্য পাওয়া গেছে। তাদের নম্বরগুলো থেকে অনলাইন জুয়ার টাকা লেনদেন হচ্ছে। এই নম্বরগুলোর মধ্যে অন্তত ১৫টিতে দিনে ১০ লাখের ওপরে টাকা লেনদেন করছে জুয়াড়ি চক্র। পরে এই টাকা হুন্ডি বা অবৈধ ব্যাংকিং চ্যানেলে পাচার হচ্ছে বলে ধারণা সিআইডির।
অন্যদিকে, শনিবার রাতে অভিনব কায়দায় ৬৫ হাজার ৫শ ১০ পিস ইয়াবা পাচারকালে ৩ মাদক ব্যবসায়ীকে রাজধানীর শ্যমপুর এলাকা থেকে গ্রেফতার করেছে রেব।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রীয়াধীন রয়েছে বলে জানায়, আইন-শৃঙ্খলা বাহিনী।