অনলাইন থেকে বের হয়ে সবকিছু সরাসরি পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে
- আপডেট সময় : ০১:৫৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
অনলাইন থেকে বের হয়ে সবকিছু সরাসরি পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে। এ কারনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সংবাদে দারুন খুশী বরিশালের শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক, শিক্ষক এবং এর সাথে জড়িতরা। খুশীর সাথে যাতে কোনভাবে করোনার সংক্রমন না বাড়ে এ জন্য সতর্কও তারা। একই সাথে সরকারের ১৯ দফা বাস্তবায়নে কাজ করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে গেইমে আসক্ত শিক্ষার্থীদের স্কুলমুখী করা।
দীর্ঘ ১৭ মাস পর খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। এ খবরে শুরু হয়েছে শ্রেণী কক্ষ থেকে শুরু করে খেলার মাঠ পরিস্কারের কাজ। নতুন ক্লাসে উন্নীত হওয়ার ৮ মাস পর প্রথমবারের মত ক্লাসে যোগ দেয়ার আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা।
অনলাইন থেকে সরাসরি ক্লাসে। এতে করে লেখাপাড়ায় মনোনিবেশে ভালো ফলাফলে সহায়তা করবে বলে আশা করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
সাধারণ শিক্ষার্থীদের জন্য সপ্তাহে তিনদিন ক্লাস নেয়ার বিষয়টি বিবেচনায় সরকারের প্রতি অনুরোধ অভিভাবকদের। পরিবারের কেউ করোনায় আক্রান্ত রোগী থাকলে অভিভাবক ও শিক্ষকদের প্রতিষ্ঠানে না আসার অনুরোধ জানিয়েছেন প্রধান শিক্ষক। করোনা মুক্ত হয়ে সবার জীবন স্বাভাবিক হয়ে আসবে। শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠবে শিক্ষা প্রতিষ্ঠান, এমনটাই আশা করছেন সকলে।