অনলাইন প্লাটফর্মে কোরবানীর পশু বেচাকেনার আহ্বান
- আপডেট সময় : ০৭:৫৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
করোনা মহামারিতে গরুর খামারীদের এখন অন্যতম ভরসা অনলাইন প্লাটফর্ম। তাই এই মাধ্যমে কোরবানীর পশু বিক্রি বেচাকেনার আহ্বান জানিয়েছে ই-কমার্স এসোসিয়েশন ও বাংলাদেশ ডেইরী ফার্ম এসোসিয়েশন। ইতোমধ্যে এই মাধ্যমে কোরবানীর গরু কিনেছেন ৩ মন্ত্রীও। স্থানীয় সরকার মন্ত্রীর মতে সবাই এতে অভ্যস্ত না হলেও ধীরে ধীরে এর প্রসার বাড়ানোর বিকল্প নেই।
করোনাভাইরাস মহামারীকালে পশুর খামারীরা এখন দিশেহারা। একদিকে করোনার সংক্রমনের ভয়, অন্যদিকে হাটে ক্রেতা আসবে কি না তা নিয়েও রয়ে গেছে উভয় পক্ষের সংশয়। তবে, থেমে নেই পশুর যত্ন আত্তি।
এবারের এই সংকট মোকাবেলায় তাই চলছে নানামুখী পরিকল্পনা। এরই মধ্যে পশু কেনাবেচার অনলাইন প্ল্যাটফর্ম ডিজিটাল হাট এর উদ্বোধনও করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী ও প্রযুক্তি প্রতিমন্ত্রী।
খামারীদের দুশ্চিন্তার অবসান ঘটাতে পারে এই প্লাটফর্ম জানিয়ে ডেইরী ফার্ম এসোসিয়েনের সভাপতি ও খামারী জানান অনলাইনে গরু কেনাই এখন করোনা থেকে বাচার মাধ্যম হতে পারে।
ডিজিটাল হাটের সমন্বয়ক ও ই কমার্স এসোসিয়েশেরন সাধারন সম্পাদক জানালেন অনলাইনে থেকে গরু কিনতে মানুষের প্রতারনার যে ভীতি আছে তা একবার কিনলেই দুরীভুত হবে।
ইমরান আহমেদ জানান, এবার কোরবানীর পশু জবাইয়ের ক্ষেত্রেও কসাই এবং তা বাসায়ও পৌছে দেবে বর্তমান প্লাটফর্ম।
তাদের মতে, এ মাধ্যমে গরু ছাগল বিক্রি বাড়লে খামারীরা যে ক্ষতির শঙ্কা করছেন তা অনেকাংশেই কেটে যাবে।