অনির্দিষ্টকালের জন্য পাবনা থেকে সারাদেশের সাথে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯
- / ১৬২২ বার পড়া হয়েছে
বেতন বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের জন্য পাবনা থেকে সারাদেশের সাথে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা মোটর শ্রমিকরা।
শ্রমিকেরা জানান, সরকার নির্ধারিত বর্ধিত ভাড়া সংগ্রহের কারণে শ্রমিকেরাও তাদের বেতন বাড়ানোর জন্য গেলো তিন মাস ধরে দাবি জানিয়ে আসছে। আশ্বাস দিলেও মোটর মালিক গ্রুপের কোনো পদক্ষেপ না থাকায় পাবনা থেকে দেশের সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।