অনির্দিষ্টকালের জন্য হাটহাজারি মাদ্রাসা বন্ধ ঘোষণা
- আপডেট সময় : ০২:৫৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২১ বার পড়া হয়েছে
ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগের পর অসুস্থ হয়ে পড়ায় হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
মাদ্রাসার দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার পর বৃহস্পতিবার মধ্যরাতে ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেয়া হয়। তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে মজলিসে শূরার এক বৈঠকে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালকের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দেন হেফাজত আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।এখন তিনি উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন।
এছাড়া বৈঠকে মাওলানা নুরুল ইসলাম কক্সবাজারিকে পদ থেকে অব্যাহতি দেয়ার পাশাপাশি মাওলানা আনাস মাদানীর বহিষ্কারের সিদ্ধান্ত বহাল রাখা হয়।
এরপর রাত সাড়ে ১২টা নাগাদ পুলিশ ও রেবসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সমস্যরা মাদ্রাসার সামনে থেকে সরে যায় এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরে মাদ্রাসার বাইরে থাকা শিক্ষার্থীরা মাদ্রাসায় প্রবেশ করে। আরোপিত শর্ত যথাযথভাবে না মানায় বৃহস্পতিবার বিকালে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় মাদ্রাসাটি।