অনির্বাচিত সরকারের সীমাহীন অবহেলা দুর্নীতি ও ব্যর্থতায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে : ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
অনির্বাচিত সরকারের সীমাহীন অবহেলা, অযোগ্যতা, ভুল সিদ্ধান্ত এবং দুর্নীতির কারণে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনা টিকা আমদানীতে বেসরকারী খাতকে যুক্ত করায় ১৮ কোটি মানুষের টিকা প্রাপ্তি নিয়েও শঙ্কার কথা জানান তিনি। বিকেলে ভার্চূয়াল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার দারিদ্র্য নিরসনে চরমভাবে ব্যর্থ হওয়ায় করোনাকালে তার উলঙ্গ প্রকাশ দেখা যাচ্ছে। তাই লকডাউন নিয়ে উভয় সংকটে পড়েছে জাতি। দারিদ্রের কারণে সরকার সুনির্দিষ্ট রোডম্যাপ দিতেও ব্যর্থ হওয়ায় অর্থনীতি চরম সংকটে পড়েছে। এসময় তিনি আরো বলেন, গত কয়েকদিন ধরে লকডাউনের সুযোগ নিয়ে ক্র্যাকডাউন চালাচ্ছে সরকার। এতে বিএনপি নেতাকর্মীসহ আলেম-ওলামাদের মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে।