অনিয়মের অভিযোগে চাটমোহর পৌরসভার নির্বাচনের ভোট বর্জন স্বতন্ত্র মেয়র প্রার্থী দুলাল ও মান্নান
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
অনিয়মের অভিযোগে পাবনার চাটমোহর পৌরসভার নির্বাচনের ভোট বর্জন করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী র্মীজা রেজাউল করিম দুলাল ও আব্দুল মান্নান।
বেশিরভাগ কেন্দ্রে নৌকার এজেন্ট দেখা গেলেও অন্যান্য প্রার্থীর এজেন্টদের দেখা যায়নি। প্রার্থীদের অভিযোগ, ভোট কেন্দ্রে থেকে তাদের এজেন্টদের জোরপূর্বক বের করে দেয়া হয়েছে। মোট ১২ হাজার ২৩৭ জন ভোটার ভোট দিচ্ছেন। মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য দুই প্লাটুন বিজিবি, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ পর্যাপ্ত রেব, পুলিশ ও আনসার সদস্য ভোটের মাঠের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে।