অনিয়মের দায়ে ঢাকায় ৪টি দোকানকে ৭ হাজার টাকা জরিমানা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
মূল্য তালিকা প্রদর্শন না করাসহ নানা অনিয়মের দায়ে ঢাকায় ৪টি দোকানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সকালে মিরপুর ৬ নম্বরের কাঁচা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে অভিযানকালে এ জরিমানা করা হয়। এসময়ে নিত্যপণ্যের বাজার পরিদর্শন করে দোকানদারদের সতর্ক করেন তিনি। বিক্রেতা ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের বিষয়টি বিবেচনায় রেখে বেচাকেনার নির্দেশনা দেন। মৌসুমি ফলে কোনো ধরণের রাসায়নিক যেন না মেশায় সে বিষয়েও ব্যবসায়ীদের বিশেষভাবে সতর্ক করেন তিনি। আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধির কথা তুলে ধরে দেশীয় পণ্য ব্যবহারে সবাইকে সচেতন করেন তিনি।